সব

নর্দান বিশ্ব বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোঃ আনোয়ার হোসাইনের ইন্তেকাল

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 21st October 2018at 10:43 pm
142 Views

নিজস্ব প্রতিনিধিঃ ২১ অক্টোবর, ২০১৮ তারিখ বেলা ১১:৪৫ টায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর সম্মানিত ট্রেজারার মোঃ আনোয়ার হোসাইন ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি সহধর্মিনী, ১ পুত্র, ১ কন্যা ও নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মোঃ আনোয়ার হোসাইন ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি তারিখে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর ট্রেজারার হিসেবে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ প্রাপ্ত হন।

এর পূর্বে তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রংপুর এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, ঝিনাইদহ ক্যাডেট কলেজের শিক্ষকতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৬৯ ও ১৯৭০ সালে পরপর দুইবছর শ্রেষ্ঠ শিক্ষক মনোনীত হন।

উল্লেখ্য, তিনি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর খালাতো ভাই ছিলেন। তাঁর মৃত্যুতে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ, উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম ও রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) একতেদার আহমেদ সিদ্দিকী তাঁর আত্মার মাগফেরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

তাঁর মৃত্যুতে নর্দান পরিবারের সকল সদস্য গভীরভাবে শোকাহত।


সর্বশেষ খবর