বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশী নিহত
শাহরিয়ার আহাম্মেদ শিমুলঃ চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বিএসএফ’এর গুলিতে জেম (৩০) নামের এক বাংলাদেশী রাখাল নিহত হয়েছে।
নিহত জেম চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পার চৌকা গ্রামের মোঃ আব্দুল হামিদের ছেলে।
সীমান্ত সূত্রে জানা গেছে, সোমবার ভোররাতে চৌকা সীমান্ত দিয়ে গরু আনার জন্য একদল বাংলাদেশী রাখাল ভারতে অনুপ্রবেশ করলে ভারতের দৌলতপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ করে গুলি চালায়। এসময় জেম গুলিবিদ্ধ হয়। গুলি বিদ্ধ জেম কে ঐ অবস্থায় তার অপর সঙ্গীরা ভারত সীমান্ত এলাকা পার করে বাংলা দেশের ভেতরে নিয়ে পালিয়ে আসে। পরে জেমস তার নিজ বাড়িতেই মারা যায় ।
এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তের ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কণের্ল জনাব মোঃসাজ্জাদ সারওয়ার এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি জানি এবং বিষয়টি তদন্ত করে দেখা হবে। যেই সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটেছে, সে স্থানে কাঁটা তাঁরের বেড়া দেয়া আছে। কিভাবে এখানে তারা এসেছিলো এবং এঘটনার বিস্তারিত খোঁজ খবর নিয়ে তদন্ত করে সঠিক ভাবে পরবর্তীতে বলা যাবে বলে তিনি জানান ।
মনাকষা ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোঃমির্জা শাহদাৎ খুররম বিএসএফ কর্তৃক জেম আলীকে হত্যার বিষয়টি নিশ্চিত করেন।
মনাকষা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড এর কমিশনার জনাব মোঃ সাদিকুল ইসলাম জানান, নিহত জেম আলীর দেহের বাম পাশের বগলের নিচে বুকে বিএসএফ’র গুলি বিদ্ধ হয় এবং সে মারা যায়।