হয়রানি বন্ধে গাজীপুর পুলিশের জিডির ফরম চালু
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 24th October 2018at 8:59 am
FILED AS: জেলা সংবাদ
99 Views
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক)ঃ নির্ধারিত একটি ফরমে ছক পূরণ করে সাধারণ ডায়েরি (জিডি) করার নিয়ম চালু করেছে গাজীপুর মহানগর পুলিশ।
কর্তৃপক্ষ আশা করছে, এ পদ্ধতিতে নাগরিকদের হয়রানি কমবে, দালালদের দৌরাত্মও আর থাকবে না।
গাজীপুরের পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান বলেন, প্রতিটি থানায় ডিউটি অফিসারদের কাছে ওই ফর্ম থাকবে। বিনামূল্যের ওই ফরমে নির্ধারিত ছক পূরণ করে সই দিলেই জিডির কাজ সম্পন্ন হবে।
পুলিশ কর্মকর্তারা জানান, নিয়ম কানুন জানা না থাকায় অনেকেই আগে জিডি করতে গিয়ে থানার বাইরে দালালের খপ্পরে পড়তেন।
এই সুযোগে ‘জিডি রাইটার’ নামে একটি শ্রেণিই তৈরি হয়ে গিয়েছিল, যারা অভিযোগ লিখে দেওয়ার জন্য ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত নিত।
নির্ধারিত ছকে জিডির ব্যবস্থা চালু হওয়ায় এখন দালালদের হয়রানি থেকে নগরবাসী রেহাই পাবে এবং সময় বাঁচবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।