গাজীপুরে বিএনপির কালো পতাকা সমাবেশ
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 24th October 2018at 9:04 am
FILED AS: জেলা সংবাদ
106 Views
গাজীপুর জেলা প্রতিনিধি ঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একুশে আগস্ট গ্রেনেড হামলায় আদালতের দেয়া রায়ের প্রতিবাদে গাজীপুরে কালো পতাকা সমাবেশ করেছে স্থানীয় বিএনপি।
২১ অক্টোবর রবিবার সকালে জেলা শহরের রাজবাড়ী সড়কের জেলা বিএনপি কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে মহানগর বিএনপির আহ্বায়ক হাসানউদ্দিন সরকার এবং সদস্য সচিব সোহরাব উদ্দিন বক্তব্য রাখেন।
কঠোর পুলিশি প্রহরায় আয়োজিত এ সমাবেশে বক্তারা বলেন, ফরমায়েশী রায়ে তারেক জিয়াকে কারাদন্ড দেওয়া হলেও জনগণের মন থেকে তাকে মুছে ফেলা যাবে না। এসময় বেগম খালেদা জিয়াসহ বিএনপির সকল নেতাকর্মীর মুক্তি দাবি করেন তারা।