সব

চাঁপাই নবাবগঞ্জে র্যা ব-৫ এর অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত ৩০ ব্যক্তি আটক

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 25th October 2018at 3:40 pm
103 Views

শাহরিয়ার আহাম্মেদ শিমুলঃ  চাঁপাইনবাবগঞ্জ জেলা ও উপজেলায় চলতি মাদক বিরোধী অভিযানে ইং২৩ ও ২৪শে অক্টোবর  মঙ্গলবার ও বুধবার  জেলার ও উপজেলার    বিভিন্ন এলাকাই র‌্যাব-৫, এর  চলমান  মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিল সহ বিভিন্ন জাত মাদক দ্রব্যাদী সহ মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত দের গ্রেপ্তার করে  র‌্যাব-৫।

অভিযানে শহরের বিভিন্ন মাদকস্পটে অভিযান চালিয়ে ৩০ জন মাদকসেবীকে গেপ্তার করে আদালতের মাধ্যমে  বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ম্যাজিসট্রেট ও   র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের চৌকস সদস্যবৃন্দ।

র‌্যাব-৫, এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি তে  জানা হয়, মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ এর শিবগঞ্জ মোবারকপুর ইউনিয়নের কলাবাড়ী গ্রামের কানসাট হতে সোনামসজিদ মহাসড়কের পশ্চিমে পিলু মাষ্টারের আমের আড়তের সামনে বস্তা ভর্তি  ৩৩২ বোতল ফেন্সিডিলসহ ১ টি ব্যাটারী চালিত ভ্যান উদ্ধার করে।

এ সময় মনাকষার মৃত লালুর ছেলে মো. আহাদুল ইসলাম (২৩) ও শিবগঞ্জ বিশ্বনাথপুরের মো. নওশাদ আলীর ছেলে মো. বাবলু (৩৫) কে গ্রেপ্তার করা হয়।তারা দীর্ঘদিন যাবৎ ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাচারের সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।অপরদিকে আরেক অভিযানে বুধবার বেলা সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ এর লাহারপুরের সোনামসজিদগামী মহাসড়কের ডান পাশে মেসার্স আজিম সন্স ফিলিং ষ্টেশনের পশ্চিম পাশে অভিযানে ১ টি ট্রাকসহ ১৭৯ বোতল পেন্সিডিল উদ্ধার করা হয়।

এ সময় শিবগঞ্জ উপজেলার কানসাট গুচ্ছগ্রামের মোবারক হোসেনের ছেলে আশিক (২২) কে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‌্যাবের আরেকটি দল মঙ্গলবার সকাল ১০ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত শহরের বিভিন্ন মাদকস্পটে অভিযান চালিয়ে ২৭ জন মাদকসেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বিভিন্ন মেয়াদে মাদকসেবীদের কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। বাকিদের ৯ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষনিক আদায় করে সরকারি কোষাকরে জমা করা হয়। উদ্ধারকৃত মাদক উদ্ধার করা হয় যা ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

মাদকসেবীরা হচ্ছে, ১। মোঃ পারভেজ (২২), পিতা-মোঃ তোজাম্মেল, সাং-নিমতলা, ২। মোঃ টনি (১৮), পিতা-ইসমাইল, সাং-কালিনগর, ৩। মোঃ আব্দুল কাদের (২৫), পিতা-আব্দুর রহিম, সাং-মহারাপুর টিকরা, ৪। মোঃ বাবলুর রহমান (৪২), পিতা-মৃত হেলাল উদ্দিন, সাং-বটতলা, ৫। মোঃ আব্দুল মালেক (২৮), পিতা-মোঃ সাজাহান আলী, সাং-বটতলাহাট, ৬। মোঃ রনি (২৫), পিতা-রহমত আলী, সাং-পাঠানপাড়া, ৭। মোঃ সাঈদ আনোয়ার (১৮), পিতা-মোঃ তসিফুর রহমান, সাং-আরামবাগ, ৮। মোঃ আব্দুল খালেদ (৩০), পিতা-মোঃ নাইমুল হক, সাং-মহারাজপুর ঘোড়াষ্ট্যান্ড, ৯। মোঃ মহব্বত (৩০), পিতা-মোঃ আমিনুল ইসলাম, সাং-নয়াগোলা, ১০। মোঃ রাজা (২৩), পিতা-মৃত লালচাঁন খান, সাং-১নং কলোনীপাড়া, ১১। মোঃ মিনহাজ (২৬), পিতা-মোঃ কালু, সাং-১নং কলোনীপাড়া, ১২। মোঃ সাগর (২২), পিতা-মৃত টুনু, সাং-মহারাজপুর চৌধুরীটোলা, ১৩। মোঃ নয়ন (২৪), পিতা-মোঃ আমিরুল ইসলাম, সাং-মহারাজপুর (ঘোড়াষ্ট্যান্ড), ১৪। মোঃ রুহুল আমিন (৩৫), পিতা-মোঃ তাইনুস, সাং-মহারাজপুর (ঘোড়াষ্ট্যান্ড), সর্ব থানা-নবাবগঞ্জ।১৫। মোঃ সোহাগ আলী (৩২), পিতা-মৃত আব্দুর রহিম, সাং-সাবেক লাভাঙ্গা, থানা-শিবগঞ্জ, সর্ব জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ১৬। মোঃ তরিকুল ইসলাম (৩৫), পিতা-মোঃ জয়নাল আবেদীন, সাং-কাপাসিয়া পাড়া, ১৭। শ্রী নারায়ন (৩০), পিতা-মৃত দেবেন, সাং-কাপাসিয়া পাড়া, ১৮। শ্রী সুসিলাল (৩০), পিতা-কালী চরন, সাং-কাপাসিয়া পাড়া, ১৯। শ্রী জীবন (১৮), পিতা-লালচাঁন, সাং-কাপাসিয়া পাড়া, সর্ব থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী, ২০। শ্রী গৌরাঙ্গ দাস (৩৫), পিতা-সাং-বারোঘরিয়া নতুন বাজার, ২১। মোঃ রমজান (২৪), পিতা-মোঃ বাবলু, সাং-আরামবাগ, ২২। বাবলু (৫৫), পিতা-মৃত আব্দুল মজিদ, সাং-রেহাইচর হঠাৎপাড়া, ২৩। স্বপন হালদার (৬৫), পিতা-মৃত নগেন হালদার, সাং-বারোঘরিয়া, ২৪। মোঃ ইব্রাহীম (২৫), পিতা-মোঃ আকবর আলী, সাং-১নং কলোনীপাড়া, ২৫। মোঃ আল আমিন (১৭), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং-বড়িপাড়া, ২৬। আব্দুল আহাদ (১৮), পিতা-তোফাজ্জল ইসলাম, সাং-বড়িপাড়া, ২৭। মোঃ নাদিম হায়দার (১৭), পিতা-মোঃ শহিদুল ইসলাম, সাং-বড়িপাড়া।


সর্বশেষ খবর