সব

নড়াইল নুতন সদর সার্কেলে মোঃ শরফুউদ্দীন’র যোগদান

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 26th October 2018at 4:33 pm
104 Views

স্টাফ রিপোর্টারঃ  নড়াইল সদর সার্কেলের দায়িত্ব গ্রহণ করলেন মোঃ শরফুউদ্দীন। নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে তিনি গণমাধ্যমকর্মীদের সামনে আনুষ্ঠানিক যোগদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম, নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিপিএম, নড়াইলের সহকারি পুলিশ সুপার (কালিয়া) মোঃ মেহেদী হাসান, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার (প্র.বি.) মোঃ ইশতিয়াক আহম্মেদ, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, ডিবি পুলিশের ওসি আশিকুর রহমান প্রমুখ। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, সাংগঠনিক সম্পাদক বুলু দাস, ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। দায়িত্বভার গ্রহণকালে উপস্থিত অতিথিবৃন্দ নড়াইল সদর সার্কেলের নতুন সহকারি পুলিশ সুপার মোঃ শরফুউদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানান।

২৫ (অক্টোবর) বৃহস্পতিবার দায়িত্বভার গ্রহণকালে এ পুলিশ কর্মকর্তা আমার বাংলা২৪কে জানান, আমি বিভিন্ন পত্র-পত্রিকা মারফত জানতে পেরেছি নড়াইলের পুলিশ সুপার স্যার মাদক, জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করেছেন। তাঁর এ উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি স্যারের মতো একজন মহৎপ্রাণ মানুষের পাশে থেকে কাজ করার মতো সৌভাগ্য অর্জন করায়ও তিনি গর্ববোধ করেন।

এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনকারীদের উপরও তিনি কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

সন্ত্রাস, জঙ্গি, মাদকসহ সকল ধরনের অপরাধ নির্মূলে তিনি নড়াইলবাসীসহ গণমাধ্যকর্মীদের সহায়তা কামনা করেছেন।


সর্বশেষ খবর