জিয়ার মাজারে দক্ষিণ যুবদলের শ্রদ্ধা
স্টাফ রিপোর্টারঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নানান আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণের যুবদল সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের এর ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনু সাধারন সম্পাদক গোলাম মাওলা শাহিন। সভাপতি ও সম্পাদক নেতৃত্ব যুবদলের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন- আরো উপস্তিত ছিলেন
চকবাজার থানা যুবদলের আহাব্বায়ক সাবা কারিম লাকী শাহ্, সদস্য সচিব নাজিমুদ্দিন নাজুসহ অন্যান্য নেতা-নেত্রীবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত বুধবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলানয়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।