সব

চাকরির বয়স ৩৫ করার দাবিতে মোমবাতি প্রজ্বলন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 28th October 2018at 11:16 am
87 Views

আমারবাংলা ডেস্কঃ ৪০তম বিসিএস পরীক্ষায় আবেদনের আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ করে অবস্থান কর্মসূচি চলছে। দাবি আদায়ে শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।

এর আগে দুপুর ১২টায় শাহবাগ অবরোধ করেন সাধারণ শিক্ষার্থীরা। অবরোধ ঘিরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। জলকামান, এপিসি গাড়িও প্রস্তুত দেখা যায়। তবে সন্ধ্যার পর পুলিশের সংখ্যা কমে যায়। সরিয়ে নিতে দেখা যায় পুলিশের জলকামান, এপিসি গাড়িও।

সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে শাহবাগ অবরোধ করায় দুপুর ১২টা থেকেই চারদিকের সড়কে চলাচল বন্ধ হয়ে যায়। চলাচলের সুবিধার্থে রাস্তায় ডাইভারসন করে গাড়ি ঘুরিয়ে দেয় ট্রাফিক পুলিশ।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফ জামিল বলেন, ‘আমাদের দাবি একটাই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ করা হোক।’

ংযধযনধময

তিনি বলেন, ‘৪০তম বিসিএস’র সার্কুলার হয়েছে। এ বিসিএস ৩০ বছরের অধিক বয়সী অসংখ্য শিক্ষার্থী অংশ নিতে পারছেন না। এটা মানা যায় না। সেই দাবি আদায়ে আমরা আজ শাহবাগ অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছি।’

তিনি আরও বলেন, ‘চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে আমাদের আন্দোলন চলছে ২০১২ সাল থেকে। শান্তিপূর্ণ কর্মসূচি চলছে। আমরা আশা করছি আমাদের দাবি মেনে নেয়া হবে। অবিলম্বে তা কার্যকর করে ৪০তম বিসিএস পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ তৈরি করা হোক।’

সাধারণ ছাত্র পরিষদের শাহবাগ মোড় অবরোধ প্রসঙ্গে রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার বলেন, ‘আমরা পর্যবেক্ষণ করছি।’

সূত্র: জাগো নিউজ।


সর্বশেষ খবর