যুক্তরাষ্ট্রে ইহুদিদের উপাসনালয়ে শ্বেতাঙ্গ ব্যক্তির গুলিবর্ষণ, নিহত ১১
ইন্টারন্যাশনাল ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের একটি সিনাগগে গুলিবর্ষণের ঘটনায় ১১জন নিহত ও ১২ জন আহত হয়েছে।
পুলিশ বলেছে, অঙ্গরাজ্যের পিট্সবার্গ শহরে স্থানীয় সময় শনিবার (২৭ অক্টেবর) সকালে ইহুদিদের প্রার্থনার সময় এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।
রবার্ট বাওয়ার্স নামের ৪৮ বছর বয়সি এক শ্বেতাঙ্গ ব্যক্তি এই গুলি চালিয়েছে এবং তাকে পুলিশ গ্রেফতার করেছে। ঘাতক ব্যক্তিকে গ্রেফতার করতে গিয়ে তিন পুলিশ আহত হলেও আটক ব্যক্তি আহত হয়েছে কিনা তা জানানো হয়নি।
কি কারণে বাওয়ার্স ইহুদিদের উপাসনালয়ে হামলা চালিয়েছে তাও জানা যায়নি।
আমেরিকার একটি সিনাগগে এমন সময় এই হামলার ঘটনা ঘটল যখন দু’দিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন সমর্থক সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনসহ ডেমোক্র্যাট দলের কয়েকজন প্রখ্যাত নেতার কাছে বিস্ফোরকভর্তি প্যাকেট পাঠিয়েছে।
মানবাধিকার কর্মীরা আমেরিকায় সহিংসতা ও গোলাগুলির ঘটনা বেড়ে যাওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের উগ্র নীতিকে দায়ী করছেন।