সব

কোটালীপাড়ায় নারিকেলবাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 31st October 2018at 9:31 pm
126 Views

গোপালগঞ্জ প্রতিনধি – রনী আহম্মেদ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় নাকিকেলবাড়ী উচ্চবিদ্যালয়ে সেচ্ছায় বৃক্ষরোপণ করে প্রকৃতির ভারসম্য রক্ষায় অবদান রেখেছে সার্ভেকোর্স প্রশিক্ষক বিষ্ণুপদ বিশ্বাস ।

বুধবার সকাল ১১ টায় নারিকেলবাড়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন জাতের বেশ কিছু সংখ্যক ফুলের গাছ রোপন করে ।

এসময় নারিকেলবাড়ী ক্যাথলিক ধর্মপল্লীর পাল পুরোহিত ও নারিকেলবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফাদার লাজারুস গোমেজের সভাপতিত্বে উপস্হিত ছিলেন উপ -সহকারী কৃষি অফিসার রবিন্দ্রনাথ বিশ্বাস,প্রধান শিক্ষিকা সিস্টার মেরী দেবারতি এস.এম.আর.এ, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ কোটালীপাড়া শাখার সভাপতি শ্যী সুভাষ চন্দ্র বালা সহ, বিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও ছাত্রছাত্রী।


সর্বশেষ খবর