চাঁপাইনবাবগঞ্জে কিশোর কিশোরীর সম্মেলন অনুষ্ঠিত
শাহরিয়ার আহাম্মেদ শিমুলঃ চাঁপাই নবাবগঞ্জে গন সচেতনতার উদ্দেশ্যে বাল্য বিবাহ বন্ধ করি, উন্নত জীবন গঠন করি এ শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে ও ইউনিসেফ এর সহায়তায় প্রথমবারের মত কিশোর–কিশোরীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার নূর–উর–রহমান।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ–পরিচালক ড.মোসাঃ চিত্রলেখা নাজনীন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম, ইউনিসেফের রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান জনাব মোঃ নাজিবুল্লাহ হালিম, নবাবগঞ্জ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোসাঃসুলতানা রাজিয়া, পৌর মেয়র জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মোখলেশুর রহমান।
আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাবা মোসাঃ মাশরুবা ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আলমগীর হোসেন, চাঁপাই নবাবগঞ্জ জেলা এলজিসি সমন্বয়ক জনাবা মোসাঃশরিফা খাতুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চাঁপাই নবাবগঞ্জ জেলা ও উপজেলার কিশোর–কিশোরী বৃন্দ এবং বিভিন্ন সরকারী, বেসরকারী দপ্তরের প্রধান পরিচালক ও প্রতিষ্ঠাতা গণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মী বৃন্দ।
সভার উপস্থিত বক্তারা বাল্য বিয়ে, নারীদের ক্ষমতায়ন ও প্রয়োজনীয় বিষয় তুলে ধরেন এবং সামাজিকভাবে অভিভাবকসহ সকলকে সচেতন হওয়ার আহবান জানান। যেন কোন পরিবারের নাবালিকা ও নাবালক কিশোর,কিশোরী বাল্য বিয়ের শিকার না হয় সে ব্যাপারে সজাগ থাকারও আহবান জানান।