ভারতকে হারিয়ে ফাইনালে বংলাদেশ
স্পোর্টস ডেস্কঃ অনূর্ধ্ব–১৫ সাফ ফুটবলের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের ছেলেরা।
বৃহস্পতিবার দুপুরে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ) কমপ্লেক্সে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
ফাইনালে ওঠার লড়াইয়ে টুর্নামেন্টর শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ভারত ম্যাচের শুরুর দিকেই এগিয়ে যায়। ১৭ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন পার্তে হারেশ সাইলেশ। এর পর গোল পেতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ অনূর্ধ্ব–১৫ দল। প্রথমার্ধ ১-০তে পিছিয়ে থেকেই শেষ করে মোস্তফা আনোয়ার পারভেজ বাবুর শিষ্যরা।
বিরতির পর মাঠে নেমে ফের চেষ্টা চালিয়ে যায় লাল-সবুজের দল। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে কপাল খুলে যায় বাংলাদেশের কিশোরদের। শেষ মুহূর্তে পেনালটি পায়। দলের হয়ে নিহাত জামান শট নিলে এতে ১-১ গোলে সমতায় ফেরে তারা।
টাইব্রেকারে ভারতের দুটি শট আটকে দেন বাংলাদেশের গোলকিপার মেহেদী হাসান। এতে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের কিশোররা।
আগামী ৩ নভেম্বর শনিবার একই মাঠে ফাইনালে পাকিস্তান অথবা স্বাগতিক নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল।