সব

আজ রাষ্ট্রপতির সাথে সিইসি’র সাক্ষাৎ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 1st November 2018at 2:53 pm
110 Views

স্টাফ রিপোর্টারঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আজ (বৃহস্পতিবার) বিকেলে ৪টায় সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন (ইসি)। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের দিনক্ষণ নির্ধারণ করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

জানা যায়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বে অন্যান্য কমিশনার ছাড়াও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বৈঠকে উপস্থিত থাকবেন।

এর আগে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর আরেকটি কমিশন সভায় তফসিল চূড়ান্ত হবে।

গত ৩০ অক্টোবর থেকে সংসদ নির্বাচনের দিনক্ষণ গণনা শুরু হয়েছে। এদিন থেকে আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

তবে বুধবার নির্বাচন কমিশন সচিব জানান, নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।


সর্বশেষ খবর