চাঁপাই নবাবগঞ্জে জেল হত্যা দিবস পালন
শাহরিয়ার আহাম্মেদ শিমুলঃ চাঁপাই নবাবগঞ্জে জেল হত্যা দিবস ও জাতীয় ৪ নেতার ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতি জেল হত্যা দিবসটি কে পালন করা উপলক্ষে চাঁপাই নবাবগঞ্জ শহরের শহীদ মনিমুল হক সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের সংসদ সদস্যা জনাব মোঃ আব্দুল ওদুদ বিশ্বাস এম পি। উপজেলা যুবলীগের সভাপতি জনাব মোঃ আসাফুদ্দৌলা, দোলা।সাধারণ সম্পাদক জনাব মোঃ লেনিন প্রামানিক, সহ-সভাপতি জনাব মোঃ শাহ নেওয়াজ দুলাল, সহ-সভাপতি জনাব মোঃমাহবুবুল ইসলাম ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃরামিম হোসেন সহ দলের অন্যান্য দলীয় পতাকা অর্ধনমিত রাখা ,জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন, পবিত্র কোরআন খানি ও দোয়া মাহফিল।
সকাল ৯ টায় জেলার প্রধান দলীয় কার্যালয় থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় র্যালী এবং র্যালী শেষে দলীয় কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভার মাধ্যমে দিবস টি পালিত হয়।