সব

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত আহত-১, বাস আটক, চালক পলাতক

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 3rd November 2018at 10:18 pm
93 Views

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকেঃ ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ জন।

গত রাত ও আজ সকালে এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, সকালে আরাপপুর বাসস্ট্যান্ডের খুচরা ব্যবসায়ী আল আমিন রাস্তা পার হচ্ছিল। এসময় খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ১ কিলোমিটার যাওয়ার পর নিয়ন্ত্রন হারিয়ে পথচারী আরও জনকে ধাক্কা দেয়। পরে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে আল আমিন মারা যায়।

সে শহরের আরাপপুর চাঁদপারার মৃত সামছুদ্দীন মন্ডলের ছেলে। অপরজন আহত বৃদ্ধ আজিজকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার অবস্থায় গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

ঘাতক বাসটি আটক করলেও চালক পলাতক রয়েছে।

অপরদিকে, শুক্রবার রাতে শহরের চুটলিয়া মোড় এলাকায় অজ্ঞাত যানের ধাক্কায় শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছে। তবে তার পরিবারের দাবি তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।


সর্বশেষ খবর