চাঁপাইনবাবগঞ্জে বিজিবির হাতে ১৬ বাংলাদেশী রাখাল আটক
শাহারিয়ার আহাম্মেদ শিমুলঃ অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ কালে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী সীমান্তে অভিযান চালিয়ে ১৬ জন বাংলাদেশী গরুর রাখালকে আটক করেছে বিজিবি।
গত শুক্রবার দিবাগত রাত আড়াইটায় গোপন খবরের ভিত্তিতে এদের আটক করা হয়। আটককৃতরা সকলেই জেলার শিবগঞ্জ উপজেলার স্থায়ী বাসিন্দা।
চাঁপাই নবাবগঞ্জ সিমান্তের ৫৩’বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল মোঃ সাজ্জাদ সরোয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন।
শনিবার দুপুরে তিনি জানান,বাখের আলী সীমান্ত চৌকির একটি টহল দল সীমান্তের ৩০০ জন রাখাল বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারকে অনুপ্রবেশকালে ১৬ জন বাংলাদেশী রাখালকে আটক করতে সক্ষম হয় বিজিবি এবং বাকিরা সবাই এলোপাথাড়ি দৌড়ে পালিয়ে যায়।
আটক কৃতদের সদর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।
সদর থানার পরিদর্শক(অপারেশন)জনাব ইদ্রিস আলী শনিবার সন্ধ্যায় জানান, এ ঘটনায় পাসপোর্ট আইনে মামলা করেছে বিজিবি। আসামীদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।