সব

নড়াইলে নাশকতা মামলায় উপজেলা ভাইস-চেয়ারম্যান ও মহিলাদলের সভানেত্রী সালেহা বেগমকে গ্রেপ্তার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 6th November 2018at 8:23 pm
94 Views

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: মঙ্গলবার (৬ নভেম্বর) নাশকতা মামলায় নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা মহিলাদলের সভানেত্রী সালেহা বেগমকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

নড়াইলের লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস আমার বাংলা২৪কে জানান, ‘গত ৩ নভেম্বর সন্ধ্যায় নড়াইলের জয়পুর জেসিডি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বিএনপি নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিল। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয় এবং কয়েকজন পালিয়ে যায়।

এ মামলায় বিএনপিনেত্রী সালেহাকে গ্রেফতার করা হয়েছে। সালেহা জেলা বি এনপির সহ-সাংগাঠনিক সম্পাদকও।


সর্বশেষ খবর