সব

নড়াইলে মালিক বিহীন প্রাইভেট কার ২দিন ধরে পড়ে আছে

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 6th November 2018at 8:29 pm
100 Views

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের এই গাড়িটি গতকাল (৫ নভেম্বর) ভোর থেকে নড়াইলে মাশরাফির বাড়ি পূর্বপাশে পড়ে আছে। কেউ বলতে পারছে গাড়িটি কার? পাশের বাসা সমূহে খোজখবর নিয়েও কোন হদিস মেলেনি। এ গাড়ি মালিক কে?

মঙ্গলবার (৬,নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মাশরাফি বিন মর্তুজার গর্বিত পিতা গোলাম মর্তুজা স্বপন এসব তথ্য জানান এবং বিষয়টি সোস্যাল মিডিয়ায় প্রকাশের অনুরোধ করেন।

গাড়িটির একটি স্টীল ছবি আপ করা হলো, কে বা কাহারা এ গাড়িটি মাশরাফির বাসার সামনে রেখে গেলেন, অথচ ৫০ঘন্টার ভেতর কেও খোজ নিলেন না, বিষয়টি সন্দেহজনক, বিষয়টি দ্রুত দেখার জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারি সংস্থার প্রতি দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি। (অনুরোধক্রমে গোলাম মর্তুজা স্বপন- ০১৭১৮২০৬৫২৪)


সর্বশেষ খবর