সব

জয়দেবপুর থানার ওপেন হাউজ ডে : কোন অপশক্তিকে উঁকি দিতেও দেওয়া হবেনা- গাজীপুরের পুলিশ সুপার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 7th November 2018at 2:37 pm
94 Views

গাজীপুর জেলা প্রতিনিধি ঃ গাজীপুর জেলার জয়দেবপুর থানার ওপেন হাউজ-ডেতে অপরাধী নিধন করতে সব সময় পুলিশ বাহিনী জনগণের সাথে আছে জানিয়ে পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, নির্বাচনকে সামেন রেখে কোন ধরনের অপতৎপরতা বরদাস্ত করা হবে না। জনগনের জান-মালের নিরাপত্তা বিধানে কোন রকম ছাড় দেয়া হবে না।

৬ নভেম্বর মঙ্গলবার থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামানের সভাপতিত্বে ওপেন হাউজ- ডেতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমি জবরদখলকারী সমাজে যত উচুতলার ব্যক্তি হউন না কেন কোন রকম ছাড় দেয়া হবে না। মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতনের ব্যপারে জিরো টলারেন্স। জুয়ারি, ইভটিজারদের কঠোরভাবে দমন করা হবে। অনুষ্ঠানে আগত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সমস্যার কথা শোনেন এবং এ বিষয়ে সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা ও আইনি ব্যাখ্যা তুলে ধরেন।

এ ব্যাপারে ভাওয়ালগড় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু-বকর সিদ্দিক বলেন, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশনায় আমরা আমাদের এই ইউনিয়নের সকল প্রকার অপরাধ ধমন করাবো ।

বাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আক্তারূজ্জামান শুক্কুর বলেন, বাড়িয়া পুলিশ ফাঁড়িতে জিডি নেয়ার ব্যপারে দাবি জানান।

ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সফি, ভাওয়ালগড় ইউনিয়নের আওয়ামী লীগ যুগ্ন আহব্বায়ক শেখ মোঃ এমদাদুল হক, পিরুজালী ইউনিয়ন যুবলীগ সভাপতি জালাল উদ্দিন, জেলা আওয়ামী মহিলা লীগ সাংগঠনিক সম্পাদক সাহিদা আক্তার, জেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য মোঃ বেলায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান আল মাহমুদ, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর সদর থানা সার্কেল অফিসার তুফাজ্জল হক, জয়দেবপুর থানার ইন্সপেক্টর তদন্ত মোহাম্মদ আলী জিন্নাহ, ইন্সপেক্টর (অপারেশন) সাখাওয়াৎ হোসেন, হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোজাহিদুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লাভলু মিয়া প্রমুখ।


সর্বশেষ খবর