সব

মামলার তালিকা পৌঁছে দিয়েছেঃ বিএনপি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 7th November 2018at 4:17 pm
88 Views

আমারবাংলা ডেস্কঃ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও আসামিদের সংখ্যার তালিকা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছে বিএনপি।

বুধবার (৬ নভেম্বর) বেলা ১১টায় ঐক্যফ্রন্ট-প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ তালিকা তুলে দেয়া হয়।

বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, আইনজীবী অ্যাড. জিয়াউদ্দিন মোল্লা, চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, শরিফুল ইসলাম লিটন, মির্জা ফখরুলের দেয়া তালিকা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল হামিদের হাতে মামলার সংখ্যা ও আসামিদের তালিকা তুলে দেন।

তাইফুল ইসলাম টিপু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাওয়াতে তালিকা দেয়া হয়েছে। আজকে আপতত ১০৪৬টি মামলার তালিকা দেয়া হয়েছে। বাকিগুলো আবারও দেয়া হবে।’


সর্বশেষ খবর