সব

ব্রাসেলসে আরও ছয় সন্দেহভাজন আটক

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 25th March 2016at 9:00 pm
39 Views

7আন্তর্জাতিক ডেস্কঃ  বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিমানবন্দর ও পাতাল রেল স্টেশনে আত্মঘাতী হামলার সাথে জড়িতদের ধরার জন্য দেশটির পুলিশ ব্যাপক অভিযান চালাচ্ছে এবং আজ অন্তত ছয়জনকে তারা গ্রেফতার করেছে।

আটককৃতদের পরিচয় এখনো জানানো হয়নি। পুলিশ বলছে, অন্তত দুজন সন্দেহভাজনের পরিচয় তারা জানতে পেরেছে – যারা আক্রমণের পর পালিয়ে গেছে।

বেলজিয়ামের পুলিশ এই ছয় সন্দেহভাজনকে গ্রেফতার করে ব্রাসেলসের একটি এলাকা থেকে। আজ ভোরে পুলিশ এই অভিযান চালায়। সেখানে বাড়ি বাড়ি তল্লাশি চালানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, তারা পুলিশি অভিযানের সময় সেখানে অনেক বিস্ফোরণের শব্দ শুনেছেন।

এদিকে ব্রাসেলসের হামলায় নিহতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করতে শুরু করেছে বেলজিয়ামের কর্তৃপক্ষ। মোট ৪০টি দেশের মানুষ এই হামলায় হতাহত হয়েছেন।

ব্রাসেলস সফররত মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি বলেছেন, তথাকথিত ইসলামিক স্টেটকে ধ্বংস করতে পশ্চিমা জোট তাদের লড়াই চালিয়ে যাবে।


সর্বশেষ খবর