সব

চাঁপাইনবাবগঞ্জের থানায় থানায় অনুষ্ঠিত হচ্ছে কালী পূজা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 8th November 2018at 8:47 am
105 Views

ফাহিমঃ রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রতিটি থানায় কড়া নিরাপওার মধ্য দিয়ে পালিত হচ্ছে সনাতন ধর্মাঅবিলম্বি  (হিন্দু সম্প্রদায়) জনগোষ্ঠিদের অন্যতম ধর্মীয় কালী পূজা উৎসব। হিন্দু জনগোষ্ঠীর প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী শারদীয়া দূর্গোউৎসব এর পরই রয়েছে কালী পূজা উৎসবের স্থান।

বাংলাদেশের পার্ষবর্তী (প্রতিবেশি) দেশ ভারত সহ কোনো কোনো দেশে এ কালী পূজো উৎসব পালিত হয়ে থাকে দূর্গো উৎসবের চেয়েও গুরুত্বের সহিত।

এ কালী পূজো কে কেন্দ্র করে নেয়া হয় নানা রকম বহুমূখি কর্ম সূচি। বিশেষ করে হিন্দু সাম্প্রদায়িক দেশ গুলোতে এ পূজা পালিত হয় খুবি গুরুত্ব ও আকশ্মিক জমকালো আয়োজনের মধ্য দিয়ে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের হিন্দু ধর্মের অনুসারিগণ ও খুব গুরুত্বের সাথে পালন করে থাকে এ কালী পূজো। দেশের অন্নাণ্য বিভাগের জেলা শহরগুলোর ন্যায় রাজশাহী বিভাগের প্রতিটি জেলা ও থানা পর্যায়ে মঙ্গলবার হতে হিন্দু সমাজের জনগোষ্ঠীর দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব কালীপূজো।

এ পূজো কে কেন্দ্র করে প্রতিটি জেলার পুলিশ সুপার মহোদ্বয়গণ এর নির্দেশনায় থানার প্রতিটি পূজো পালন এর স্থান অর্থাৎ পূজো  মন্ডপগুলোতে বিসৃঙ্খলা এড়াতে প্রশাসনিক কড়া নিরাপওা জোরদার আরোপ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার কয়েককটি থানার পূজো মন্ডব ঘূড়ে দেখার সময় পূজো উৎযাপন কমিটির জেলা শাখার সভাপতি অধ্যাপক জনাব কনক রঞ্জন দাস কালী পূজো উৎযাপনের বিষয়ে নিরাপওা নিশ্চিতের বিষয়টি নিশ্চিত করেন।

আমারবাংলা২৪.কম.বিডি, ও জাতীয় সাপ্তাহিক শেষ সংবাদ পএিকার বিভাগীয় প্রতিনিধি জনাব ফাহিম ফারহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলার কয়েকটি থানা যথাক্রমে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা, শিবগঞ্জ থানা সহ ০৫ টি থানার বেশ কিছু পূজো মন্ডব ঘূড়ে দেখেন। মন্ডবগুলোর অন্যতম শ্রী শ্রী রাধা গবিন্দ মন্দীর, শিবগঞ্জ। কালী মন্দীর, বিনোদপূর, শিবগঞ্জ। শ্রী শ্রী কালিমাতা মন্দীর, চাঁপাইনবাবগঞ্জ সদর থানা সহ বেশ কিছু মন্দিরে দেখা যায় নিরাপওার নিশ্চিত করে ৩ দিন ব্যাপী কালী পূজো উৎজাপন হচ্ছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন কেন্দ্রীয় স্ব-শান ঘাট সংলগ্ন মন্দীরে জমকালো আয়োজনে আনুষ্ঠানিক আয়োজন করা হয়, শ্রী শ্রী কালী মায়ের কালী পূজো উৎসব পালনের নানা আয়োজন। অএ মন্দীরের একজন সদস্য জনাব শ্রী বিকাশ চৌধুরী সাংবাদিক কে জানান ৩ দিনের কালী পূজোর প্রথম দিনে মায়ের পূজো পালন। ২য় ও ৩য় দিন মায়ের আশির্বাদ মানুষের মঙ্গল কামনার্থে প্রতিটি মন্দিরে মা কে ভক্তিপূর্ণ দর্শনার্থে রাখা হয়।


সর্বশেষ খবর