নড়াইলে ডিবির অভিযানে ইয়াবাসহ সাতটি মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ সাতটি মাদক মামলার পলাতক আসামি মোঃ কামরুল ইসলাম নড়াইল পৌরসভাধীন কুড়িগ্রামের (নিশিনাথ তলা) থেকে ১৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে।
নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৭ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক আশিকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ এসআই দুরাত আনিচ, এ এসআই মনিরসহ ডিবি পুলিশের একটি টিম অভিযান চালায়। অভিযান চলাকালে এলাকা থেকে পলাতক আসামি মোঃ কামরুল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১৫ পিচ ইয়াবাও উদ্ধার করে ডিবি পুলিশের চৌকশ টিমের সদস্যরা। মোঃ কামরুল ইসলামকে গ্রেফতারের পর নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম, আমার বাংলা২৪কে বলেন, নড়াইল জেলা পুলিশ মাদক নির্মূলে সর্বদা সচেষ্ট।
এরই ধারাবাহিকতায় ১৫ পিচ ইয়াবাসহ সাতটি মাদক মামলার পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা গ্রেফতার করে। পরবর্তীতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।