শুনানি শেষে হাসপাতালে নয়, ফের কারাগারে খালেদা জিয়া
স্টাফ রিপোর্টারঃ নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের আংশিক শুনানি শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আদালত থেকে ফের কারাগারে নেওয়া হয়েছে। এর আগে বিএসএমএমইউ হাসপাতাল থেকেখালেদা জিয়াকে কারাগারে আনা হয়।
আজ (০৮ নভেম্বর) বৃহস্পতিবার পুরান ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতে মামলার প্রধান আসামি খালেদা জিয়ার অনুপস্থিতিতে অভিযোগ গঠনের আংশিক শুনানি হয়।
এরপর আদালত এই শুনানি আগামী বুধবার (১৪ নভেম্বর) পর্যন্ত মুলতবি করেন। তারপর খালেদা জিয়াকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
এর আগে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি প্রধানকে কারাগারে আনা হয়। সেখান থেকে তোলা হয় আদালতে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, “খালেদা জিয়াকে হাসপাতাল থেকে রিলিজ (ছাড়পত্র) দিয়েছে, ছাড়পত্র আমাদের কাছে আছে। তাই খালেদা জিয়া আগে যে পুরনো কারাগারে ছিলেন, সেখানেই তাকে রাখা হবে।”
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ -এর বিচারক ড. আখতারুজ্জামান। একই সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানসহ ৫ আসামিকে ১০ বছরের কারাদণ্ড এবং প্রত্যেকের ২ কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করে রায় ঘোষণা করেন আদালত।
রায়ের পর থেকেই একমাত্র বন্দ হিসেবে বেগম খালেদা জিয়া রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করেন। সেখান থেকে গত ০৬ অক্টোবর চিকিৎসার জন্য বিএসএমএমইউতে আনা হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে।
এরমধ্যে আবার চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ২৯ অক্টোবর খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এতোদিন বিএনপি চেয়ারপারসন বিএসএমএমইউ হাসপাতালের ভিআইপি কেবিনে চিকিৎসা নিচ্ছিলেন।