তফসিল ঘোষণা উপলক্ষে গাজীপুরে র্যাব-১ এর রোবাস্ট টহল
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক)ঃ ৮ নভেম্বর আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ এর নির্বাচনী তফসিল ঘোষণা উপলক্ষে র্যাব-১ স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উক্ত নির্বাচনী তফসিল ঘোষণায় নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে গাজীপুর জেলাকে সকল প্রকার সন্ত্রাসী ও জঙ্গী কার্যক্রম থেকে রক্ষা সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে র্যাব-১ গাজীপুর রোবাস্ট টহলে নিয়োজিত রয়েছে।
নির্বাচনী তফসিল ঘোষণা উপলক্ষে জন-নিরাপত্তার স্বার্থে অত্র ক্যাম্প হতে ৩টি টহল পিকআপ ও ৬টি মোটর সাইকেলের মাধ্যমে ৩০ সদস্যের সমন্বয়ে রোবাস্ট টহল গাজীপুরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করছে।
উক্ত রোবাস্ট টহল ছাড়াও সাদা পোষাকে র্যাব সদস্য সার্বক্ষনিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে। দেশের উত্তরবঙ্গ ও ময়মনসিংহ বিভাগের জেলা সমূহ হতে রাজধানী ঢাকা গমনের প্রধান প্রবেশ দ্বারে উক্ত রোবাস্ট টহল গাজীপুর-মাওনা-চান্দনা, চৌরাস্তা-টঙ্গী-ভোগড়া, বাইপাস- চন্দ্রা মোড় পর্যন্ত নিয়োজিত রয়েছে। গাজীপুর জেলায় যাহাতে কোন দুষ্কৃতিকারী কোন ধরনের নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রম সংঘটিত করতে না পারে। র্যাব-১, উত্তরা, ঢাকা’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সারওয়ার-বিন-কাশেম ও র্যাব-১, গাজীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন উক্ত নিরাপত্তার সার্বক্ষনিক তদারকি কাজে নিয়োজিত রয়েছেন।