সব

গাজীপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৩০ লাখ টাকার ক্ষতি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 9th November 2018at 7:03 am
95 Views

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক)ঃ গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান ঘর আগুনে ভস্মীভুত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান।

৮ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে কালিয়াকৈর বাজার কছিমদ্দিন রোড এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

তুলার গুডাউন থেকে প্রথমে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ব্যার্থ হয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘন্টা প্রাণপন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়। ইতিমধ্যেই কাদের মিয়ার আইপিএসের দোকান, আবুল হাসেমের ল্যাপ তুষকের দোকান, ফেরদৌস মিয়া ভাংঙ্গারী দোকান এবং রোমান গ্লাস এন্ড হার্ডওয়্যারের ২টি গোডাউন পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় কালিয়াকৈর ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা কবিরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় এবং প্রায় ত্রিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


সর্বশেষ খবর