সব

তফসিল ঘোষনা উপলক্ষে কোটালীপাড়ায় আনন্দ মিছিল

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 10th November 2018at 4:17 pm
96 Views

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনধি – রনী আহম্মেদ ঃআসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টুঙ্গিপাড়া- কোটালীপাড়া নিয়ে গঠিত গোপালগঞ্জ ৩ আসনের মনোনয়নের ফরম কিনেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

তফসিল ঘোষানাকে কেন্দ্র করে কোটালীপাড়ায় বইছে আনন্দের জোয়ার।

এ উপলক্ষ্যে শুক্রবার বিকেলে এক বর্নাঢ্য আনন্দ মিছিল বের করে ও মিষ্টি বিতরন করে। কোটালীপাড়া যুবলীগ সভাপতি পদ প্রত্যাশী স্বাধীনতা দেশজ চিকিৎসা পরিষদ(স্বাদেচিপ) এর যুগ্ম-সচিব ও শেড গ্রুপের চেয়ারম্যান ডাঃ সঞ্জয় বাড়ৈ (জয়)এর নেতৃত্বে আনন্দ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ন সড়কগুলো প্রদক্ষিণ করে ও উপস্থিত জনতার মাঝে মিষ্টি বিতরন করে । পরে উপজেলার ভাংঙ্গারহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এসময় তিনি বর্তমান সময়ে সরকারের বিভিন্ন দিকের উন্নয়নের কথা তুলে ধরেন । আওয়ামীলীগ সরকারের ক্ষমতায় থাকার গুরুত্ব আলোচনা করেন এবং আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে শতভাগ ভোট দিয়ে জয়ী করার আহব্বান জানায় ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোটালীপাড়া শ্রমিকলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা প্রভাত রায়, রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বাবলু মধু, ছাত্রলীগ নেতা চপল, যুবলীগ কর্মী জ্ঞানেন্দ্র রায় (রতন)।


সর্বশেষ খবর