আইইউবিএটিতে মিষ্টি আঙ্গুর উৎপাদনে সাফল্য
নিজস্ব প্রতিনিধিঃ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি এর কলেজ অব এগ্রিকাচারাল সাইন্সেস এর অধ্যাপক ও গবেষক ড. মোহাম্মদ আতাউর রহমান মিষ্টি আঙ্গুরউৎপাদনের চেষ্টা করছেন ১৯৯৭ সাল থেকে। তিনি সর্বশেষ ২০১৮ সালের নভেম্বরে সফলতা লাভ করেন। গত দুই দশক ধরে অধ্যাপক রহমান প্রুনিং সাইকেল সামঞ্জস্য করার চেষ্টাকরছেন এবং অবশেষে মিষ্টি আঙ্গুর উৎপাদন করতে সফল হন। বর্তমানে আইইউবিএটিতে তিনটি জাতের উপর কাজ করছেন।
আজ তিনি শিক্ষক সমন্বয় সভায় পরীক্ষিত পাকা আঙ্গুর সংগ্রহ করেন। আঙ্গুরের রস পরীক্ষা করেন অধ্যাপক ড. এ এম ফারুক, অধ্যাপক ড. এম এ হান্নান, অধ্যাপক ড. এম শহীদুল্লাহমিয়া, অধ্যাপক ড. এ সি বসাক, অধ্যাপক ড. সালাউদ্দিন, প্রফেসর ড. এমদাদুল হক, অধ্যাপক ড. মুজিবুর রহমান খান, প্রফেসর ড. সলিমুল্লাহ খান ইউসুফ জাই এবং ড. আর দস্তগীর।
উপাচার্য প্রফেসর ড. আব্দুর রব, উপ-উপাচার্য অধ্যাপক ড. হামিদা আক্তার বেগম, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, অধ্যাপক ড. সুলতানুল আজিজ প্রমূখ এই আঙ্গুরের স্বাদ গ্রহন করেন এবং এই গবেষনার সফল্তার জন্য ধন্যবাদ জানান।
এই সাফল্য অর্থনৈতিকভাবে বাংলাদেশে আঙ্গুর উৎপাদনের নতুন দিগন্ত উম্মোচন হয়েছে।