তনুর পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ
আমার বাংলা ডেস্কঃ বাংলাদেশের কুমিল্লায় সেনানিবাস এলাকায় নিহত ছাত্রী সোহাগী জাহান তনুর পরিবারের সদস্যদের আজ দুপুর থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
এই হত্যাকাণ্ডের ব্যাপারে দায়ের করা মামলাটি তদন্তের জন্য পুলিশের গোয়েন্দা শাখা ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ বলছে, সেনানিবাস একটি সংরক্ষিত এলাকা হওয়ার কারণে এই মামলার তদন্ত করতে গিয়ে সীমাবদ্ধতার মুখোমুখি হতে হচ্ছে।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, তদন্তের উপর সরকারের আস্থা আছে, যথা সময়েই রহস্য উদঘাটিত হবে।
ব্যাপক আলোচিত এই হত্যাকাণ্ডের ছ’দিনের মাথায় আজও খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে।
গতকাল শুক্রবার হত্যা মামলাটি পুলিশের গোয়েন্দা শাখা ডিবির কাছে হস্তান্তর করা হয় এবং সেনাবাহিনীর উদ্যোগে মুরাদনগরের গ্রামের বাড়ি থেকে নিহত তনুর পরিবারের সদস্যদের সেনানিবাসের বাসভবনে নিয়ে আসা হয়।
আজ শনিবার দুপুরে তাদের থানায় নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য।