সব

জঙ্গি ও সন্ত্রাসবাদ দমন র‌্যাবের মৌলিক কাজ: মহাপরিচালক

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 26th March 2016at 4:44 pm
46 Views

6স্টাফ রিপোর্টারঃ র‌্যপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমন র‌্যাবের মৌলিক কাজ।

তাই জঙ্গিবাদ দমনকে সর্বাধিক গুরুত্ব নিয়ে নতুন বছরের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। আজ  র‌্যাবের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

র‌্যাবের সদর দপ্তরে আয়োজিত এ অনুষ্ঠানে বেনজীর আহমেদ বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই র‌্যাব জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে কাজ করছে।

১২ বছর আগে স্বাধীনতা দিবসের এই দিনে বিশেষায়িত সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করেছিল র‌্যাব।

দেশের মানুষের সহযোগিতায় এতো পথ পেরিয়ে এ পর্যায়ে এসেছে র‌্যাব। এজন্য দেশবাসীকে ধন্যবাদ জানাই,

আশা করছি ভবিষ্যতেও তোদের সহযোগিতা অব্যাহত থাকবে।  র‌্যাবের গোয়েন্দা সক্ষমতা সম্পর্কে বাহিনীর মহাপরিচালক বলেন, ক্রিমিনালদের শনাক্ত ও জঙ্গিবাদ দমনে গোয়েন্দা তৎপরতার বিকল্প নেই।

তবে  র‌্যাব সব ঘটনার তদন্ত করে না। নির্বাচিত মামলা তদন্ত করে থাকে। শুধু রাষ্ট্র ও সরকার কর্তৃক অর্পিত মামলার তদন্ত করা হয়।

তবে এর সংখ্যাও কম নয়। এখন পর্যন্ত  র‌্যাবের তদন্ত সন্তোষজনক। তবে আগামীতে যেন আমরা আরও ভালো কিছু করতে পারি সে চেষ্টা অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর