জঙ্গি ও সন্ত্রাসবাদ দমন র্যাবের মৌলিক কাজ: মহাপরিচালক
স্টাফ রিপোর্টারঃ র্যপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমন র্যাবের মৌলিক কাজ।
তাই জঙ্গিবাদ দমনকে সর্বাধিক গুরুত্ব নিয়ে নতুন বছরের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। আজ র্যাবের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
র্যাবের সদর দপ্তরে আয়োজিত এ অনুষ্ঠানে বেনজীর আহমেদ বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই র্যাব জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে কাজ করছে।
১২ বছর আগে স্বাধীনতা দিবসের এই দিনে বিশেষায়িত সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করেছিল র্যাব।
দেশের মানুষের সহযোগিতায় এতো পথ পেরিয়ে এ পর্যায়ে এসেছে র্যাব। এজন্য দেশবাসীকে ধন্যবাদ জানাই,
আশা করছি ভবিষ্যতেও তোদের সহযোগিতা অব্যাহত থাকবে। র্যাবের গোয়েন্দা সক্ষমতা সম্পর্কে বাহিনীর মহাপরিচালক বলেন, ক্রিমিনালদের শনাক্ত ও জঙ্গিবাদ দমনে গোয়েন্দা তৎপরতার বিকল্প নেই।
তবে র্যাব সব ঘটনার তদন্ত করে না। নির্বাচিত মামলা তদন্ত করে থাকে। শুধু রাষ্ট্র ও সরকার কর্তৃক অর্পিত মামলার তদন্ত করা হয়।
তবে এর সংখ্যাও কম নয়। এখন পর্যন্ত র্যাবের তদন্ত সন্তোষজনক। তবে আগামীতে যেন আমরা আরও ভালো কিছু করতে পারি সে চেষ্টা অব্যাহত রয়েছে।