সব

তনু হত্যায় সন্দেহে আটক এক

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 26th March 2016at 3:35 pm
39 Views

5স্টাফ রিপোর্টারঃ তনু হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ঢাকায় এক যুবককে আটক করা হয়েছে। তবে সে যুবকটি পিয়ার কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

তনুর পারিবারিক সূত্র জানায়, পিয়ার নামে একটি যুবক তনুকে প্রায়ই উত্ত্যক্ত করত। সে কুমিল্লা সেনানিবাসে পরিবারের সঙ্গে থাকে।

প্রাইভেট পড়াতে যাওয়ার সময় পিয়ার তাকে উত্ত্যক্ত করত। জানা গেছে, পিয়ার ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

এ ছাড়া তনুর ফেসবুক আইডি সূত্রে জানা গেছে, একটি মোবাইল ফোন নম্বর থেকে তনুকে বিরক্ত করত অপরিচিত এক যুবক।

নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছে, তনু হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ঢাকায় এক যুবককে আটক করা হয়েছে। তবে সে যুবকটি পিয়ার কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে, কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন কাউকে আটক বা গ্রেপ্তারের কথা অস্বীকার করেছেন।

উল্লেখ্য যে, সেনানিবাসের ‘সংরক্ষিত’ এলাকায় কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের পাঁচদিন পর এ বিষয়ে বক্তব্য দেওয়ার ঘোষণা দিয়েছে সেনাবাহিনী।

শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক বৈঠকের পর জেলা প্রশাসক হাসানুজাম্মান কল্লোল সাংবাদিকদের এ তথ্য জানান।


সর্বশেষ খবর