সব

মোনালি ঠাকুরের কনসার্ট স্থগিত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 25th March 2016at 9:16 pm
48 Views

37বিনোদন ডেস্কঃ রাজধানী ঢাকায় ভারতীয় গায়িকা মোনালি ঠাকুরের কনসার্ট স্থগিত করা হয়েছে। আয়োজক সংগঠন জানিয়েছে, কিছু জটিলতার কারণে আপাতত কনসার্টটি হচ্ছে না।

আগামী ৩০ মার্চ মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ‘শেয়ার দ্য মিউজিক’ নামের কনসার্টে তার গাওয়ার কথা ছিল এই শিল্পীর।

কনসার্টটির আয়োজক ইন্টিগ্রেটি ইভেন্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট ও ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম জানিয়েছে, কিছু জটিলতা তৈরি হওয়ায় আপাতত কনসার্টটি হচ্ছে না। শিগগিরই তারা পরবর্তী তারিখ ঘোষণা করা হবে।

কয়েকদিন আগেও ভারতীয় সংগীতশিল্পী জুটি বিশাল-শেখরের কনসার্ট স্থগিত হয় ঢাকায়।

 


সর্বশেষ খবর