সব

অবসরের কোনো সিদ্ধান্ত নেইনি আফ্রিদি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 25th March 2016at 9:12 pm
FILED AS: খেলা
29 Views

9খেলা ডেস্কঃ ভারতে চলমান আইসিসি ষষ্ঠ টি-২০ বিশ্বকাপ এবং এর আগে গত ফেব্রুয়ারিতে সম্পন্ন এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্ট শুরুর পূর্ব থেকেই শোনা যাচ্ছে যে পাকিস্তান জাতীয় টি-২০ দলের অধিনায়ক শহীদ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। বিশেষ করে টি-২০ বিশ্বকাপের পরপরই তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছিল।

ভারতীয় গণমাধ্যমে আফ্রিদির সাক্ষাৎকারের বরাত দিয়ে এ খবর জোর দিয়ে প্রচার হচ্ছিল। তবে যাকে নিয়ে এত খবর এত কিছু সেই আফ্রিদি-ই তো বলছেন ভিন্ন কথা!

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কোনো সিদ্ধান্তই তিনি এখনো নেননি বলে জানিয়েছেন। আজ চণ্ডীগড়ের মোহালিতে অস্ট্রেলিয়া ও তার দেশের মধ্যকার ম্যাচের টসের সময় এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে একথা বলেন আফ্রিদি।

শহীদ আফ্রিদি বলেন, ‘অবসরের ব্যাপারে আমি কোনো সিদ্ধান্তই নেইনি। আমি আমার জাতির সামনেই এমন সিদ্ধান্ত নিব।’

আপাতত যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর নিচ্ছেন না তা তার এমন বক্তব্যের মধ্য দিয়েই পরিষ্কার হয়ে উঠেছে। তবে অবসর যখন নিবেন তখন নিশ্চয়ই আনুষ্ঠানিকভাবে জানাবেন তিনি।


সর্বশেষ খবর