সব

ভোট কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার নিষিদ্ধের নির্দেশনা ইসির

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 14th November 2018at 7:23 pm
95 Views

স্টাফ রির্পোটারঃ একাদশ সংসদ নির্বাচনে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এজন্য ভোট কেন্দ্র থেকে সংবাদ মাধ্যমগুলোকে সরাসরি সম্প্রচার বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার রিটার্নিং অফিসারদের এ নির্দেশনা দেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

রফিকুল ইসলাম বলেন, সাংবাদিকদের ব্যাপারে আমাদের একটা নীতিমালা আছে। সেই নীতিমালা অনুসারে উনারা ভোটকেন্দ্রের ভেতরে ঢুকতে পারবেন অল্প সময়ের জন্য। ছবিও নিতে পারবেন। তবে কেউ সরাসরি সম্প্রচার করতে পারবেন না।

রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘আমরা একটা আইনানুগ, গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। সঠিকভাবে দায়িত্ব পালন না করলে কিন্তু প্রশ্নবিদ্ধ হবেন। আর আপনারা প্রশ্নবিদ্ধ হবেন মানেই আমরা প্রশ্নবিদ্ধ হবো।’ তিনি বলেন, ‘মনোনয়নপত্র গ্রহণ-বর্জন-বাতিল করার কাজটা সবচেয়ে জটিল এবং কঠিনতম কাজ।’ রিটার্নিং কর্মকর্তাদের পক্ষ থেকে কোনও রকম পক্ষপাতিত্ব যেন না হয় সে বিষয়েও তিনি নির্দেশনা দেন।


সর্বশেষ খবর