সব

মন্ত্রী-এমপির প্রটোকল ভোটের প্রচারে থাকবে না: ইসি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 14th November 2018at 7:31 pm
115 Views

আমারবাংলা ডেস্কঃ মন্ত্রী-এমপিরা নির্বাচনী প্রচারের ক্ষেত্রে কোনো প্রটোকল পাবেন না বলে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ইসিতে কর্মব্যস্ততার মধ্যে মঙ্গলবার বিকালে কমিশনের যুগ্ম সচিব ও জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান সাংবাদিকদের একথা জানান।

তিনি বিষয়টি ব্যাখ্যা করে বলেন, “মন্ত্রী-এমপিরা প্রটোকল পাবে। কিন্তু নির্বাচনী প্রচারণায় যাওয়ার সময় তারা প্রটোকল পাবেন না। যদি তারা নির্বাচনী প্রচারণার সময় প্রটোকল ব্যবহার করেন, তবে তা আচরণবিধি লঙ্ঘন হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সংসদ বহাল ও দলীয় সরকার ক্ষমতায় থাকায় প্রচারে সবার সমান সুযোগ নিশ্চিত হবে না বলে বিরোধী রাজনৈতিক দলগুলো বলে আসার মধ্যে ইসির এই নির্দেশনা এল।

মঙ্গলবার সকালে রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এমপি-মন্ত্রীদের প্রটোকলের বিষয়ে একজন নির্বাচন কমিশনার বলেন, বর্তমান সাংসদরা প্রার্থী হলে প্রটোকল নয়, নিরাপত্তা পাবেন; আর ভোটের কাজ ছাড়া অন্যান্য সরকারি কাজে প্রটোকল পাবেন তারা।

ইসি বলছে, প্রচার কাজে কোনো সরকারি সুবিধা নেওয়া যাবে না। তবে অতিগুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা প্রসঙ্গটি এর সঙ্গে যুক্ত নয়।


সর্বশেষ খবর