গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ আটক ১৮
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক)ঃ গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকায় ২টি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে নারী-পুরুষসহ ১৮ জনকে আটক করেছে পুলিশ।
১৪ নভেম্বর বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে ১৩ নভেম্বর মঙ্গলবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হামিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোনোবাড়ী এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত আবাসিক হোটেল ‘বনভোজন’ ও ‘অতিথি’তে অভিযান চালানো হয়।
এসময় অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে আবাসিক হোটেল অতিথি থেকে ৯ জন (৫ জন নারী ৪ পুরুষ) ও বনভোজন থেকে ৯ জন (৫ জন নারী ৪ পুরুষ)কে আটক করা হয়।
অভিযানের উপস্থিতি টের পেয়ে হোটেল স্টাফ ও দালালসহ সবাই গোপন দরজা দিয়ে পালিয়ে যায়। আটকদের রাতে থানা হাজতে আটক রাখা হয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।