গাজীপুরের শ্রীপুর ও কালিয়াকৈরে ৫ ইয়াবা ব্যবসায়ী হাজতে
গাজীপুর জেলা প্রতিনিধি ঃ গাজীপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) দুইটি মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ ইয়াবা ব্যবসায়ীকে ১৪ নভেম্বর বুধবার কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার তাদের নিকট থেকে ১৩৫ পিস ইয়াবা উদ্ধার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
ডিবির মাদক বিরোধী স্পেশাল টিম শ্রীপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে বাসন থানার আদেপাশা আফাজ উদ্দিনের ছেলে শাহ জাহান সরকার (৩৭), ভোগড়া মৃত আঃ রাজ্জাকের ছেলে এমারত হোসেন (৩৫), আদেপাশা মৃত আনিছুর রহমানের ছেলে মোঃ সোহেল (২৫) কে ১১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
ডিবির আরেকটি মাদক বিরোধী স্পেশাল টিম কালিয়াকৈর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে কালীগঞ্জ থানার জাঙ্গালিয়ার আঃ হাইয়ের ছেলে ইব্রাহিম শেখ (৩৫), মৃত মমতাজের ছেলে আলামিন আকন্দ (২৮) কে ২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
মামলা সূত্রে ইয়াবা ব্যাবসায়ীদের বুধবার আদালতে প্রেরণ করে। আদালতের আদেশে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।