শহীদ মডেল স্কুল এন্ড কলেজে ট্রাফিক সচেতনতা মূলক কার্যক্রম
স্টাফ রিপোর্টারঃ রাজধানী তুরাগে শহীদ মডেল স্কুল এন্ড কলেজে ট্রাফিক সচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ নবেম্বর ২০১৮ বৃহস্পতিবার সকাল ১১টায় শহীদ মডেল স্কুল এন্ড কলেজে অডিটোরিয়ামে ছাত্র-ছাত্রীদের সচেতন করার লক্ষে ট্রাফিক উত্তরের আয়োজনে অনুষ্ঠিত হলো ট্রাফিক সচেতনতা কার্যক্রম।
অনুষ্ঠানে প্রথান অতিথি ছিলেন, মোঃ জিন্নাত আলী মোল্লা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তরা) বিশেষ অতিথি ছিলেন, জুলফিকার আলী সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক উওরা জোন), মোঃ আশরাফ হোসেন ঢালী সম্পাদক জাতীয় সাপ্তাহিক শেষ সংবাদ, মোঃ আতাউর রহমান উপাধ্যক্ষ শহীদ মডেল স্কুল এন্ড কলেজ। সভাপতিত্ব করেন, শহীদ মডেল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু সাইদ বিশ্বাস প্রাক্তন অধ্যক্ষঃ ক্যাডেট কলেজ।
ছাত্রছাত্রীদের ট্রাফিক আইন-কানুন ও রাস্তায় চলাচলের নিয়ম-কানুন সর্ম্পকে সচেতন করার লক্ষ্যে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এসি ট্রাফিক উত্তরা জোন বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন এবং মটরযান আইন সম্পর্কে যাত্রী, চালক ও হেলপারদের সচেতন করার পাশাপাশি ছাত্রছাত্রীদের এর আওতায় আনার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।