নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ৩২তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধিঃ নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর ৩২ তম সিন্ডিকেট সভা গত ১০ নভেম্বর, ২০১৮ তারিখে বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট এর চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ’র প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। এনইউবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন এনইউবি সিন্ডিকেট এর সদস্য সচিব ও বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) একতেদার আহমেদ সিদ্দিকী।
সভায় ৩১তম সিন্ডিকেট সভার কার্য বিবরণী পর্যালোচনা ও ঐ সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। এতে ২৭তম একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তসমূহ অনুমোদন, ৩১ তম সিন্ডিকেট সভার পরে নিয়োগকৃত শিক্ষকমন্ডলী ও প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের তালিকা উপস্থাপন ও অনুমোদন, ৭৬ ও ৭৭ তম সিবিএ সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অনুমোদন, ফাইন্যান্স কমিটির সভার কার্যাবিবরণী পর্যালোচনা, স্থায়ী ক্যাম্পাসের অবকাঠামোগত কাজের অগ্রগতিসহ প্রশাসনিক ও একাডেমিক কার্যাবলীর বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা হয়।
নর্দান ইউনিভার্সিটি’র প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল করীম, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের গানিত ও পদার্থ বিজ্ঞান অনুষদের ডিন, প্রফেসর ড. অজিত কুমার মজুমদার, এনইউবি’র পরিচালক, আইটি সা’দ আল জাবির আব্দুল্লাহসহ সিন্ডিকেট সদস্যবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন।