সব

গাজীপুরে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 16th November 2018at 2:20 pm
76 Views

গাজীপুর জেলা প্রতিনিধি গাজীপুর সিটি কর্পোরেশনের রাজেন্দ্রপুরের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

১৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। তার পরনে জিন্সের প্যান্ট ও নেভি ব্লু রঙের শার্ট রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজেন্দ্রপুর এলাকায় ভাওয়াল জাতীয় উদ্যানের ১নম্বর গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবকের লাশ এবং কিছু দূর থেকে মস্তক ও হেলমেট উদ্ধার করেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সমীর চন্দ্র সূত্রধর জানান, লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


সর্বশেষ খবর