গাজীপুরে আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপির দু’শতাধিক নেতাকর্মী
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক)ঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে গাজীপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
১৬ নভেম্বর শুক্রবার দুপুর ১২টার দিকে টঙ্গীতে মহানগর আওয়ামী লীগের সভাপতির বাসভবনে সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান এবং সাধারণ সম্পাদক ও সিটি মেয়র মোঃ জাহাঙ্গীর আলমের হাতে ফুল দিয়ে নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগ দেন।
যোগ দেয়া নেতাদের মধ্যে সাবেক গাছা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আঃ হামিদ ও কেন্দ্রীয় তাঁতী দলের সহ-সভাপতিসহ দুই শতাধিক নেতাকর্মী রয়েছেন।
এ সময় নগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যোগ দেয়া নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
যোগদানের সময় সিটি মেয়র জাহাঙ্গীর আলম বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আগামী নির্বাচনে দেশরত্ম শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আপনাদের ভূমিকা অপরিসীম। আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে প্রতি ঘরে ঘরে নৌকার জন্য ভোট চাইবেন।