সব

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 16th November 2018at 9:20 pm
81 Views

স্টাফ রিপোর্টারঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারে আব্দুর রহমান (৫০)এক হাজতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কারাগার থেকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী নাসির জানান, সকাল সাড়ে ৮টায় হঠাৎ অসুস্থ বোধ করেন হাজতি আব্দুর রহমান। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক)হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, তিনি কী মামলায় কারাগারে আটক ছিলেন এবং তার বাড়ি কোথায় তা জানাতে পারেননি কারারক্ষী নাসির।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য  আব্দুর রহমানের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।


সর্বশেষ খবর