স্ত্রীর মাংস রান্নায় দেরি , বাবা হত্যা করল ৪ বছরের সন্তানকে
আন্তর্জাতিক ডেস্কঃ খাসির মাংস রান্নায় দেরি করছিলেন স্ত্রী। সেই রাগে নিজের চার বছরের মেয়েকে পিটিয়ে খুন করলেন বাবা। ভারতের বিহারের পূর্ণিয়া জেলার এই ঘটনায় ঘাতক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার বিকালে খেলা করতে করতে হঠাৎ মরে যাওয়া মেয়েটা বুঝতেও পারল না কোন অপরাধে তাকে এভাবে মারল বাবা।
টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, পূর্ণিয়া জেলার ফাকিরতোলি গ্রামে গত বুধবার বিকালে এই ঘটনা ঘটে। রাজধানী পাটনা থেকে ৩৬০ কিলোমিটার দূরে ফাকিরতোলি গ্রামে।
আমুর পুলিশ স্টেশনের কর্মকর্তা পঙ্কজ কুমার জানান, ঘাতক বাবার নাম শম্ভুলাল শর্মা। গুজরাটে শ্রমিকের কাজ করা ৪০ বছরের শম্ভু পূজা উপলক্ষে বাড়ি এসেছিল। স্ত্রী মাংস রান্নায় দেরি করায় রাগের বশে নিজের চার বছরের মেয়েকে ধরে মারতে শুরু করে সে। মেয়েটি নেতিয়ে পড়ায় হুঁশ ফেরে শম্ভুর।
মেয়েকে নিয়ে তখনই হাসপাতালে ছোটে সে। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। মেয়ের মৃতদেহ হাসপাতালে ফেলেই পালায় শম্ভু। তার স্ত্রী-এর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অত্যধিক মদ ও মাংস খেতে নিষেধ করায় স্ত্রীকেও সে যখন তখন মারধর করত বলে প্রতিবেশীরা জানিয়েছে।