চ্যাম্পিয়ন ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে চমক নেদারল্যান্ডসের
সস্পোট ডেস্কঃ উয়েফা নেশন্স কাপে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে চমক দেখাল নেদারল্যান্ড। এ জয়ের ফলে নেশন্স কাপের শেষ চারের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল ২০১৮ বিশ্বকাপ খেলতে না পারা দলটি। অন্যদিকে লিগের শীর্ষ চারে ওঠার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়লো ফ্রান্স।
কমলা রঙের ঢেউ ডি কুইপ স্টেডিয়ামে ম্যাচে শুরু থেকে আক্রমণ পালটা আক্রমণের খেলা খেললেও টানা ১৫ ম্যাচ ধরে অপরাজিত ফ্রান্স শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে। এদিন একদমই নিষ্প্রভ ছিলেন ফ্রান্সের গোল্ডেন বয় কিলিয়ান এমবাপে। ম্যাচে গ্রিজমানের দুর্বল হেড সহজেই আটকে দেন নেদারল্যান্ডসের গোলরক্ষক সিলেসেন।
বিরতির যাওয়ার আগ মুহূর্তে ৪৪ মিনিটে ম্যাচে প্রথম গোলের দেখা পায় নেদারল্যান্ডস। ডি বক্সের ভেতর ফ্রান্স ডিফেন্ডারদের ভুলে রায়ান বাবেল বল পেয়ে সোজা লরিসের গায়ে মারলেও ফিরতি বলে সেটিকে জালে জড়ান লিভারপুল তারকা ওয়াইনালদাম। ম্যাচে তেমন কোনো পরিকল্পিত আক্রমণই করতে পারেনি ফ্রান্স। উল্টো ৭৪ ও ৭৫ মিনিয়ে ডেপায়ের দুটি শট রুখে দিয়ে আবারও ত্রাতার ভূমিকায় আবির্ভূত হন লরিস।
ম্যাচে ১-০ ব্যাবধানে জয়ের আভাস দেখা দিলেও যোগ করা সময়ের তৃতীয় মিনিটের মাথায় ডি ইয়ংকে ডি বক্সে ফেলে দিয়ে ডাচদের পেনাল্টি উপহার দেন সিসোকো। স্পট কিক থেকে লরিসকে বোকা বানিয়ে দলকে ২-০ গোলের দারুণ জয় এনে দেন দুর্দান্ত খেলা মেমফিস ডেপায়।
এ জয়ের ফলে গ্রুপের শেষ ম্যাচে জার্মানির সঙ্গে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাবে নেদারল্যান্ডস। এর আগে ২-১ গোলে হেরেছিল নেদারল্যান্ডস।