গাজীপুরে ডায়মন্ড এগ্ কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ
মুহাম্মদ আতিকুর রহমান ঃ গাজীপুরের কাপাসিয়ার টোক ইউনিয়নের কেন্দুয়াব এলাকায় অবস্থিত ডায়মন্ড এগের বিরুদ্ধে আবারও মানববন্ধন হয়েছে।
পরিবেশ দূষণের অভিযোগ থাকার পরও প্রতিষ্ঠানটি পোলট্রি খামারের জন্য বারিষাব ইউনিয়নের লোহাদীতে জমি কিনছে।
ওই জমি দুটি স্কুল, মাদ্রাসা ও মসজিদের কাছে থাকায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী।
১৬ নভেম্বর শুক্রবার বিকেলে তারা একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
এ সময় বক্তব্য রাখেন আবুল কাশেম, ডাঃ হামিদ ভূঁইয়া, আবদুল আজিজ, ইদ্রিছ আলী, তাজউদ্দিন, আল আমিন প্রমুখ।
এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য, পরিবেশ অধিদপ্তর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
বক্তারা অভিযোগ করেন, ডায়মন্ড এগ ও প্রোটিন হাউজ দীর্ঘদিন ধরে মুরগির বিষ্ঠা ফেলে পরিবেশ দূষিত করছে। মালিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কৃষকদের জমিও জবর দখল করেছেন।
তারা আরও বলেন, গ্রামীণ রাস্তায় কোম্পানির ভারী যানবাহন চলায় অল্প সময়ে ভেঙে যাচ্ছে। বর্জ্যের কারণে চাহিদামত ধান উৎপাদন করা যাচ্ছে না।
নতুন করে জমি কেনায় লোহাদী বহুমুখী উচ্চ বিদ্যালয়, লোহাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীসহ জনসাধারণ স্বাস্থ্যঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ব্যাপারে কোম্পানির ম্যানেজার আবদুর রউফের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তিনি কল ধরেননি।