সব

এইডস’র ঝুঁকিতে দেশের ২৩ জেলা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 19th November 2018at 10:21 am
119 Views

 

স্টাপ রিপোর্টারঃ দেশের ২৩টি জেলা এইডস’র ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. সামিউল ইসলাম।

আজ (১৮ নভেম্বর) রোববার রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মশালায় অধ্যাপক ডা. সামিউল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দেশের ২৩টি জেলা বেশি এইডস ঝুঁকিতে রয়েছে। মোট এইডস আক্রান্ত রোগীর মধ্যে ৩’শশিশু এই রোগে আক্রান্ত। ১৯৮৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ৫ হাজার ৫’শ৮৬ জনকে এইচআইভি আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই পর্যন্ত মারা গেছে ৯’শ২৪ জন।

ডা. সামিউল ইসলাম বলেন, বাংলাদেশে মাসে একজন এইডস আক্রান্ত রোগীর পিছনে সরকারের খরচ ৬ থেকে ১৪ হাজার টাকা। গত বছর ৮’শ৬৫ জন নতুন রোগী সনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৩১ শতাংশই মাইগ্রেন্ট কর্মী।

যেসব জেলা এইডস -এর ঝুঁকিতে সেগুলো হচ্ছে- ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুর, সিলেট, মৌলভাবাজার, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, যশোর, ও সাতক্ষীরা।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংশ্লিষ্ট প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার ডাক্তার আখতারুজ্জামান।


সর্বশেষ খবর