বাংলাদেশি শিল্পীদের নিয়ে সিনেমা নির্মাণ করতে চান সুজিত সরকার
বিনোদন ডেস্কঃ ভবিষ্যতে বাংলাদেশি শিল্পীদের নিয়ে চলচ্চিত্র নির্মাণের আগ্রহের কথা জানিয়েছেন ভারতের প্রখ্যাত নির্মাতা সুজিত সরকার।
শুক্রবার কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসবে যোগ দিয়ে সুজিত সরকার বলেন, বাংলাদেশের সঙ্গে তার হৃদয়ের সম্পর্ক রয়েছে। এ কারণেই বাংলাদেশি অভিনেতা- অভিনেত্রীদের নিয়েই বাংলা সিনেমা নির্মাণ করতে চান তিনি। এছাড়াও, তার পরবর্তী সিনেমা উদাম সিং-এ ক্যান্সার আক্রান্ত অভিনেতা ইরফান খান অভিনয় করবেন বলেও জানান গুনী এই চলচ্চিত্র নির্মাতা।
এর আগে গত ১০ই নভেম্বর কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসবের উদ্বোধন করেন সুপার স্টার অমিতাভ বচ্চন। অনুষ্ঠানে অভিনেতা শাহরুখ খান, প্রসেনজিৎ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়সহ অনেক তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্ব অংশ নেন। ৭ দিনব্যাপী ওই চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে আজ।