পুনর্দখলে ঢাকা সংবাদিক ইউনিয়ন কার্যালয়
স্টাফ রিপোর্টারঃ বিএনপিপন্থী সাংবাদিকদের সংগঠন হিসেবে পরিচিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রধান কার্যালয় মূল কমিটির নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন সম্মিলিত সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অবস্থিত ডিইউজে কার্যালয় নিয়ন্ত্রণে নেয়া হয় বলে জানান বিএনপিপন্থী-জামায়াত সমর্থিত এই সাংবাদিক নেতা।
তিনি বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার জন্য আমরা আমাদের কার্যালয়ে এসেছি। ঢাকা সাংবাদিক ইউনিয়ন আমাদের সংগঠন। আমরা আমাদের সংগঠনে এসেছি।
এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে বিএনপি-জামায়াতের একাংশ বিদ্রোহ করে নতুন কমিটি গঠন করেন। সাংবাদিক এলাহী নেওয়াজ খান সাজুকে করা হয় এর সভাপতি ও খায়রুল আলম বকুলকে সাধারণ সম্পাদক। তবে বিএনপি ও জামায়াতের মূলধারার সমর্থন আদায়ে তারা ব্যর্থ হন বলে জানা গেছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৭ ডিসেম্বর এক অনুষ্ঠানে বিদ্রোহী এ কমিটিকে পরোক্ষভাবে বেইমান বলে মন্তব্য করেন এবং বলেন, কোনো বেইমানকে তিনি সমর্থন করবেন না।
শনিবার ২৬ মার্চ দুপুর ১২টার দিকে বিএনপিপন্থী সাংবাদিক নেতারা তালা ভেঙ্গে কার্যালয়ে প্রবেশ করেন বলে জানা যায়।
কার্যালয়ে, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম আবদুল্লাহ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক নেতা শাহিন হাসনাতসহ প্রায় অর্ধশত সাংবাদিক নেতা সেখানে অবস্থান করেছেন।
সূত্রঃ টাইম নিউজ বিডি