বাল্যবিবাহ থেকে মুক্তি মিললো ৫ম শ্রেণীর ছাত্রীর
ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের সীমান্তবর্তী গারো পাহারের দেশ হালুয়াঘাট উপজেলায় এবার বাল্যবিবাহ বন্ধন থেকে মুক্তি পেয়েছেন ৫ম শ্রেণীর ছাত্রী নাসরিন(১২)।
শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলাল উজ্জামান ও মহিলা কর্মকর্তা সৈয়দা নাসরিন পারভীন গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিবাহের বিষয় জানতে পেয়ে উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের কুমারগাতী গ্রামের আবুল কালামের বাড়িতে বিবাহের দিন ধার্যের সময় উপস্থিত হয়ে কন্যা নাসরিনের বাল্যবিবাহ বন্ধ করেন। এসময় কনের পিতা ও স্থানীয় সাবেক ইউপি সদস্যকে থানায় নিয়ে আসা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত কনের পিতাকে ২ হাজার টাকা জরিমানা ও এলাকায় এ ধরনের বাল্যবিবাহের ঘটনা ঘটবেনা এই অঙ্গীকার নামায় স্বাক্ষর গ্রহণের মাধ্যমে মেম্বারকে ছেড়ে দেওয়া হয়।