ঝিনাইদহে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 24th November 2018at 2:51 pm
FILED AS: বাংলাদেশ
92 Views
ঝিনাইদাহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদরে প্রশাসনের হস্তক্ষেপে আরিফা খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে।বৃহস্পতিবার বিকেলে জেলা আইনজীবি সমিতির এনেক্স ভবন থেকে এফিডেভিটের মাধ্যমে বিয়ে রেজিস্ট্রি করার সময় ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। জানা যায়, জেলার কোটচাঁদপুর উপজেলার দগদীশপুর গ্রামের ভাংড়ী ব্যবসায়ী রমজান আলীর মেয়ে আরিফা খাতুনের বিয়ে হচ্ছে একই উপজেলার বলুহর গ্রামের গাড়ীচালক শাকিল হোসেনের সাথে।
আরিফার বয়স ১৮ বছর না হওয়ায় তাকে আইনজীবি বিপ্লব হোসেন এফিডেভিটের মাধ্যমিক বিবাহ রেজিস্ট্রিট করছে এমন সংবাদ পায় জেলা প্রশাসন। পরে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ’র নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত অভিযান চালিয়ে ওই মেয়েকে উদ্ধার করে। সেসময় বর পালিয়ে যায়। পরে মুচলেকা দিয়ে মেয়েকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।